শিরোনাম
খাদ্যবান্ধব কর্মসূচি এর আওতায় ভুক্ত কার্ডগুলো অনলাইন ডাটাবেইজে নিবন্ধন প্রসঙ্গে।
বিস্তারিত
যারা সাহেবরামপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকার মূল্যের চাউল পেয়ে থাকেন। প্রত্যেকের কার্ডটি অনলাইন ডাটাবেজ এ নিবন্ধন করতে হবে। আপনারা নিদিষ্ট সময়ের মধ্যে ১০ টাকা মূল্যের কার্ড অনলাইনে নিবন্ধন করার জন্য সাহেবরামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আসবেন সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে।
# আগামীকাল ১ নং ও ২ নং ওয়ার্ড রোজ মঙ্গল বার
তারিখঃ ০২/০৮/২০২২ ইং তারিখ অনলাইন ডাটাবেজ এ নিবন্ধন করা হবে।
# ৩নং ওয়ার্ড আন্ডারচর বুধবার ০৩/০৮/২০২২ ইং তারিখ অনলাইন ডাটাবেজ এ নিবন্ধন করা হবে।
# ৪নং ও ৫নং ওয়ার্ড ক্রোকিরচর বৃহস্পতিবার ০৪/০৮/২০২২ ইং তারিখ অনলাইন ডাটাবেজ এ নিবন্ধন করা হবে।
# ৬,৭,৮,৯নং ওয়ার্ডের কার্ডগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে।
অনলাইন ডাটাবেজের জন্য প্রয়োজন হবেঃ
১। নির্ধারিত কার্ড/ বই
২। জাতীয় পরিচয় পত্র।
৩। স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয় পত্র।
৪। একটি চলমান মোবাইল নিয়ে আসতে হবে ।
বি:দ্রঃ কার্ডধারী ব্যক্তির অনলাইনের সময় স্ব-স্বরীরে উপস্থিত হইতে হইবে।
আদেশ ক্রমেঃ
মাহবুবুর রহিম
চেয়ারম্যান
সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ
কালকিনি, মাদারীপুর।